অনলাইন ডেস্ক : রিয়েল লাইফ যে হঠাৎ করে রিয়েল হয়ে যাবে তা বোধ হয় বুঝতেও পারেননি তিনি। শুটিংয়ের মাঝে কিছু বুঝে ওঠার আগে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হল। প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুটিং স্পট ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে কেরালায়। ত্রিচুরের বাসিন্দা ওই অভিনেত্রী পরিচালক স্নেহাজিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে, সে দিনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয়ের সময় হঠাৎই তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। নায়িকার দাবি, এ ব্যাপারে তাঁকে পরিচালক আগাম কিছুই জানাননি। চিত্রনাট্যেও ওই সিন সম্পর্কে কিছু লেখা ছিল না। ফলে নায়িকার অভিযোগের ভিত্তিতে ওই পরিচালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পাঠকের মতামত