শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও পরবর্তী যে কোন সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করা। জুলাইয় বিপ্লব একটি মহৎ বিপ্লব। এই বিপ্লবের বড় একটা জিনিস হলো আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস দেখছি, এমন কিছু কাজ হচ্ছে, যেখানে মানুষ ভাবছে আমাদের বিপ্লবটা কী বেহাত হয়ে গেল কী? কিন্তু জুলাই বিপ্লব বেহাত হয়নি। জুলাই বিপ্লব তার যে আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল, সে রকমই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে।’
প্রেস সচিব বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে। অনেকের মনে এই ধারণা হচ্ছে যে, এই সরকার জনআকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন করছে? বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করছে। যার ফলে প্রতিমাসে অর্থনীতিতে ১৫ শতাংশের উপর বৃদ্ধি পাচ্ছে, যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা বাংলাদেশের সুদীর্ঘ ১৬ বছরের শাসনামলে স্বৈরাচারিতা, পঙ্কিলতা, আত্মীয়করণ, দুঃশাসন ও সর্বত্র লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। একটি রাষ্ট্রযন্ত্রের কাঠামো আমূল পরিবর্তন করতে কিছুটা সময় লাগে, পাশাপাশি দীর্ঘ জঞ্জাল পরিষ্কার করতেও সময় প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং-এ সংযুক্ত এস. এম. রাশিদুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমুল হক জায়িম
পাঠকের মতামত