প্রকাশিত: ২৮/০৫/২০১৬ ৭:৪৮ এএম

1358a92d6a84206fd720c90b9a86a941-574845ddb80e8জিৎ এবং ফারিয়া। কলকাতার নির্মতা বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছাবিটি দিয়ে প্রথম জোট বেঁধেছেন দুজনে।
ঢাকা-কলকাতা মিলিয়ে মার্চ মাস থেকে একসঙ্গে তাদের অভিনয় হয়েছে অনেক। দুই দেশে দুই দফায় ছবিটির কাজ হয়েছে।
এরপর মে মাসের ১৩ তারিখে ফারিয়া গিয়েছিলেন লন্ডনে। উদ্দেশ, জিতের সঙ্গে সেখানে ছবিটির বাকি শুটিং করা। ফারিয়া জানালেন, সেখানকার কাজও শেষ। আর তাই ফারিয়া-জিতের লন্ডন পর্ব শেষ বলা যায়।
ফারিয়া ফেসবুকের ইনবক্সে বলেন, ‌’লন্ডনে দুটি গানের দৃশ্য ও ছবির অর্ধেক কাজ একটানে শেষ হয়েছে। বেশ দ্রুত ও ভালোভাবে শেষ হয়েছে এটি। বিশেষ করে পরিচালক বাবা যাদবের কাজে আমি মুগ্ধ। খুব গোছানো ও পরিকল্পিত কাজ করেন তিনি।’
লন্ডনে ১৮ দিনের সফর শেষে ফারিয়া দেশে ফিরবেন ১ জুন।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘বাদশা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব।
শিগগিরই ছবিটি সম্পাদনার টেবিলে যাবে।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...