প্রকাশিত: ০৩/১১/২০১৬ ১০:২৭ পিএম

3-11-2016শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি;;

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শোক শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন হয়।এ দিবসটি বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্রাহ বলেন, নভেম্বর এ মাসে একটা বিশেষ ঘটনা বাংলাদেশীদের জন্যে কষ্টের ও কলঙ্কের চিহ্ন হয়ে আছে – তা হচ্ছে ৩রা নভেম্বর – জেল হত্যা দিবস। বাংলাদেশের রূপকারদের মধ্যে প্রধান ৫ জনকে ১৯৭৫ সালে নির্মম ভাবে হত্যা করা হয় – তাদের মধ্যে চারজনকে সভ্যতার নিয়মনীতি ও আইনের শাসনের চরম লংঘন করে জেলের ভিতর হত্যা করা হয়। এই চারজন বীর নাবিক পুরো নয় মাস মুক্তিযুদ্ধ কালীন সময় বাংলাদেশ সরকারের নেতৃত্বে থেকে পুরো যুদ্ধটা চালিয়ে বিজয়ের বন্দরে পৌছেছিলেন সফলতার সাথে। তাদের এই নীতির প্রতি আপোষহীতাই তাদের কঠিন পরিনতির দিকে নিয়ে যায়।

এসময় বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ছৈয়দ কাসেম,সাবেক দপ্তর সম্পাদক এম,এস ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোজ্জাফর,সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম কালু,যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, সদর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুল করিম,সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি মোঃ জহির উদ্দীন,সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আব্দু সাত্তার, কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল,সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল্লাহ কবির বিন্দু,এমএ কালাম সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ আবু নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...