প্রকাশিত: ০৬/১২/২০১৬ ৭:১২ এএম

মিথ্যে বড়াই করতে ওস্তাদ পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার! এমন দাবি করেছেন ভারতের দুই ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং। shoaib-akhtar_33001_1480950671

সম্প্রতি ‘ইয়াদোঁ কি বারাত’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই এমন মন্তব্য করেন যুবরাজ ও হরভজন।

তারা বলেন, পৃথিবীর সব প্রান্তেই নাকি শোয়েব আখতারের বাড়ি আছে। ১০-১২ কোটির নীচে কোনোটার দাম নয়। ইটালি, স্পেনেও নাকি বাড়ি আছে ওর। প্রায়ই সেখানে যেতে নিমন্ত্রণ করেন। কিন্তু গিয়ে পৌঁছলে আর হদিশ মেলে না শোয়েবের। ক্রিকেট খেলে আমরা ভালো উপার্জন করি বটে। কিন্তু পৃথিবীর সর্বত্র বাড়ি কেনার জন্য তা যথেষ্ট নয়।’

এ ব্যাপারে ভারতীয় খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রেখেছেন হরভজন সিং। তার মতে, জাদেজা ঘোড়া ভালোবাসেন। কিন্তু বানিয়ে গল্প বলতে গিয়ে মাঝেমধ্যেই বাড়াবাড়ি করে ফেলেন। বলেন, ওর বাড়ির কাছে নাকি উটের চেয়েও বড় ঘোড়া দেখা যায়। যা একেবারেই অসম্ভব।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...