চট্টগ্রাম : চট্টগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সন্দেহভাজন তিন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৭-এর একটি দল।
২৯ জুন, শুক্রবার দুপুরে মহানগরীর সৈকত হোটেলের সামনে এ অভিযান চালায় র্যাব।
আটককৃতরা হলেন ঢাকার দারুস সালাম এলাকার মো. সবুজ (৩২) ও পলাশ মণ্ডল (২৮) এবং আশুলিয়া এলাকার মো. নাসির হাওলাদার (৩০)।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পাচারকারীরা ঢাকার উদ্দেশে যাচ্ছে বলে খবর পায় র্যাব। সেই খবরের ভিত্তিতে দুপুরে র্যাবের একটি বিশেষ দল মহানগরীর কোতোয়ালি থানাধীন সৈকত হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। ওই সময় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয় র্যাবের কাছে। পরে র্যাব সদস্যরা বাসটিকে থামিয়ে তল্লাশি শুরু করে।
তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন তিন পাচারকারী দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
র্যাবের কর্মকর্তা আরও জানান, আটককৃতদের দেহ ও বাসটি তল্লাশি করে চালকের আসনের পাশে সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটিও জব্দ করা হয়।