প্রকাশিত: ২৩/১০/২০১৯ ৭:৩২ পিএম

রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর নিজেদের মুখপাত্র ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খানকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ক্রিকেটারটরা।

এ সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরেন ক্রিকেটারদের এই মুখপাত্র।যার মধ্যে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন সমান করার দাবিও রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৩ দফা দাবি সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটাররা। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

এর আগে পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন জাতীয় দল, ঘরোয়া লিগ ও জাতীয় লিগের খেলোয়াড়রা।

উল্লেখ্য, সোমবার সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ সর্বমোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান
এসব দাবি পূরণ করা না হলে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। মঙ্গলবার বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করে কোনো সমাধান দিতে পারেননি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরপর বুধবার সারাদিন নানা নাটকীয়তার পর বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বোর্ড সভাপতি পাপন ও কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। তখন ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার ঘোষণা দেন তিনি। পরে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে মিরপুরে যান বোর্ড কর্মকর্তারা।

তবে ক্রিকেটাররা বোর্ডের আলোচনার প্রস্তাবে সাড়া না দিয়ে গুলশানের একটি হোটেলে জমায়েত হন।

পাঠকের মতামত

দেশের বাইরে উখিয়ার রিপাসহ দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা ...

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার-জেলা প্রশাসক

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ...

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...