ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১২/২০২৪ ৯:২৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটর সাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল।

Pause

Mute
Remaining Time -11:19

Close PlayerUnibots.com

এ সময় ওই এলাকায় মহাসড়ক উপর রাখা বালুর স্তুপকে পাশ্ব কাটিয়ে যাবার সময় একই মুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে মোটর সাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যান। এ বিষয় কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশান অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতারা হলেন, ফেনী ছাগলনাইয়া থানাধীন এলাকার মোঃ মিরাজের পুত্র মোঃ ইউনুস (১৮) এবং একই থানার বাসিন্দা মোঃ শাহজামাল (১৮) । ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন।

বার আউলিয়া হাইওয়ে থানায় নব নিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

পাঠকের মতামত

নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

পিরোজপুরে নারীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ...

অভিযান চালিয়ে গ্রেফতার কক্সবাজারে মার্কিন নারীকে একা পেয়ে জড়িয়ে ধরল যুবক

জাতীসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক ...