ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১২/২০২৪ ৯:২৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটর সাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল।

Pause

Mute
Remaining Time -11:19

Close PlayerUnibots.com

এ সময় ওই এলাকায় মহাসড়ক উপর রাখা বালুর স্তুপকে পাশ্ব কাটিয়ে যাবার সময় একই মুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে মোটর সাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যান। এ বিষয় কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশান অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতারা হলেন, ফেনী ছাগলনাইয়া থানাধীন এলাকার মোঃ মিরাজের পুত্র মোঃ ইউনুস (১৮) এবং একই থানার বাসিন্দা মোঃ শাহজামাল (১৮) । ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন।

বার আউলিয়া হাইওয়ে থানায় নব নিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...