ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:৩৩ পিএম

সড়ক দুর্ঘটনায় ২ মৃত্যুতে বিয়ের আনন্দ পরিণত হলো বিষাদে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচাতো ভাইয়ের পর পাত্র নিজেও প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মো. শাহ আলম ওরফে সামায়ন চাচাতো ভাই মো. তানভীর সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বিয়ের বাজার করতে যান। বাজার শেষে ফেরার পথে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এতে সোহেব ঘটনাস্থলেই মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত সোহেব শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলার মো. বেনু মিয়ার ছেলে ও সামায়ন একই এলাকার ছাবেদ মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যায়। আহত অবস্থায় সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।”

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামায়নের বিয়ে ছিল। এই বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সোহেবের পর তিনিও মারা গেলেন। বিয়ের আনন্দঘন এমন একটি সময়ে বিয়ের পাত্রসহ দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মিয়ানমারের ‘স্ক্যাম সেন্টার’ থেকে বেঁচে ফেরা বাংলাদেশি ফয়সালের করুণ অভিজ্ঞতা

মাত্র ২১ বছর বয়স বাংলাদেশি নাগরিক ফয়সালের। সম্প্রতি মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার করে ...

রো‌হিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৩.২ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

বাংলাদেশের কক্সবাজার-ভাসানচরে জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রম টিকিয়ে রাখা এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য ...