বার্তা পরিবেশক : কক্সবাজার সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের ৫২ জন জনপ্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ আগস্ট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: আলী হোসেন। তিনি বলেন জনপ্রতিনিধিদের স্বচ্ছতা জবাবদিহিতা এবং সততাই পারে তৃণমূলের উন্নয়ন তরান্বিত করতে। জনপ্রতিনিধিরা দূর্নীতির উর্ধ্বে থেকে স্থানীয় সরকারের এপ্রকল্প সমূহ শতভাগ বাস্তবায়নে কোন বাধা থাকেনা। গতকাল ৯ আগস্ট সকাল ১০ টায় সদর উপজেলার ৪ ইউপির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন জঙ্গিবাদ রুখতে হবে আর তার জন্য দরকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচেতনতা। স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আফম আলা উদ্দিন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝিলংজা ইউপির চেয়ারম্যান টিপু সুলতানকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন শহরের সন্নিকট ইউনিয়ন ঝিলংজায় বিভন্ন এলাকা থেকে অপরিচিত লোকজন সমাগম হয়ে যেন কৌশলে জঙ্গি তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং প্রশাসন সার্বিক সহযোগিতায় প্রস্তু আছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক ও আইটিসি কাজী আবদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর আহসান উল্লাহ চৌধুরী মামুন। ৪ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষে বক্তব্য রাখেন খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা মনিরুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রহিম উদ্দিন চেয়ারম্যান যথাক্রমে পিএমখালীর মা: আবদুর রহিম, ঝিলংজার টিপু সুলতান, খুরুশকুলের মো: জসিম উদ্দিন এবং ভারুয়াখালীর শফিকুর রহমান সিকদারকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: আলী হোসেন এবং সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে স্থানীয় সরকার শাখার উপপরিচালক আফম আলা উদ্দিন খাঁন সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বিষেশ করে এলজিএসপি, ভূমি হস্তান্তর, কর্মসৃজন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেয়ারম্যান মেম্বারদের প্রতি বিশেষ যতœবান হওয়ার আহবান জানান।
পাঠকের মতামত