আতিকুর রহমান মানিক::
কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে আকষ্মিক এ পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ভূমি অফিসে সেবাপ্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবাপ্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোন সেবাগ্রহীতা তৃতীয় কোন মাধ্যমের কারণে যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করতে হবে। এছাড়া জমির খতিয়ান, নামজারী, ডিসিআর ও পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক আরো বলেন, সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দেয়া হবেনা । সদর ভূমি অফিসের আওতাধীন ঈদগাঁও, পিএমখালী, চৌফলদন্ডী ও খুরুস্কুলসহ অন্যান্য ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেবাপ্রদান সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে প্রয়োজনে এ সমস্ত স্থানে ভ্রামম্যমান ভূমি সেবা ক্যাম্প স্থাপন করে সেখানে সেবা প্রদানের দিক নির্দেশনাও প্রদান করেন তিনি । এ ছাড়া কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশী করে কাজ করার পরামর্শ প্রদান করে এতদসংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও অগ্রগতি বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক। সদর সহকারি কমিশনার (ভূমি ) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সেলিম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের পটিয়ায় ৫শ’ পিস ইয়াবাসহ প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) ...
পাঠকের মতামত