ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ১০:২৭ এএম

যদি স্বার্থক বাবা-মা হতে চান, তাহলে বাচ্চাদের পেছনে টাকা ব্যয় করে নামী-দামি স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের পরিচর্যায় নিচের গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হোন।

১. নিয়মিত মানসন্মত সময় দেওয়া,
২. সুন্দর আচরণ শিক্ষা দেওয়া,
৩. মানবিকতা, সহনশীলতা ও ধর্মীয় শিক্ষা দেওয়া এবং
৪. কষ্ট সহিষ্ণুতা শিক্ষা দেওয়া অনেক জরুরি।

আজকাল আমরা মধ্যবয়সীরা বা বৃদ্ধ অবস্থায় একাকিত্ব বোধ করি, কারণ আমরা আমাদের সন্তানদের সময় দেইনি। নীতি-নৈতিকতার শিক্ষা দিতে পারিনি।

মনে রাখবেন,

: যে সন্তান উপোষ করা, রোজা বা ক্ষুধার্ত থাকেনি, সে ক্ষুধার্ত থাকার কষ্ট বুঝবে কি করে?
: যে সন্তান হেঁটে কোনো দিন স্কুলে যায়নি, সে হাঁটার কষ্ট বুঝবে কি করে?
: যে নিয়মিত মাছ-গোস্ত খেয়ে বড় হয়েছে; সে ডাল, সবজি ও আলু ভর্তা খেয়ে বাঁচতে হয়—তা জানবে কি করে?
: যে সন্তান দাদা-দাদী বা নানা-নানীকে নিজ বাবা-মা কর্তৃক সেবা-যত্নের বিষয়টি দেখেনি, সে কি করে বড় হয়ে বাবা-মার যত্ন করতে শিখবে বা করবে?

আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ওরা সমাজের নামী-দামি কেউ হয়, কিন্তু সত্যিকারের ভালো মানুষ হবার শিক্ষাটা হয়তো অজান্তেই দিচ্ছি না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ
সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

পাঠকের মতামত

আসলে কি বয়কট করছি!

আমরা বাঙালি নতুন ইস্যু পেলে দৌড়ে তা দেখার জন্য উৎকণ্ঠা প্রকাশ করি। আজ বয়কট নিয়ে ...