শহিদুল ইসলাম, উখিয়া::
বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন বলেন, এঅঞ্চলের অন্যতম সমস্যা হচ্ছে চোরা চালান ও ইয়াবা। এগুলো প্রতিরোধ করতে পারলে সর্বক্ষেত্রে উন্নয়ন সম্ভব। এছাড়া কক্সবাজারসহ আর্ন্তজাতিক সমস্যা রোহিঙ্গা ইস্যু। বর্তমান সরকার জঙ্গী, সন্ত্রাসবাদ মোকাবেলা করতে বদ্দ পরিকর। রোহিঙ্গাদের এখানথেকে অন্যত্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। চিংড়ি মাছ, লবন নিয়ে এখানকার মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে। কক্সবাজারকে ঘিরে সরকারের ব্যপক পরিকল্পনা রয়েছে। গতকাল রবিবার ১১টার দিকে উখিয়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আই টি ও শিক্ষা) মোঃ সাইফুল ইসলাম মজুমদার, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম,কুতুপালং শরনার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ আরমান শাকিব, উখিয়া থানার ওসি আবুল খায়ের, উখিয়া কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বিজিবি সুবেদার মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলম, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও গন্য মান্য ব্যক্তি বর্গ।
কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...
পাঠকের মতামত