শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
’৭১-এর পরাজিত ঘাতকদের ষড়যন্ত্র রুখতে এবং জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনে সাধারণ মানুষ স্বত:স্ফুর্ত ভাবে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী ব্যাপক গণজাগরণ সৃষ্টি এবং যেখানেই জঙ্গী-সন্ত্রাসী সেখানেই সর্বাত্মক প্রতিরোধের টার্গেট রেখে তৃণমূল পর্যায়ে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে। ইসলামের দোহাই দিয়ে যারা হত্যা, সন্ত্রাস করছে, প্রকৃত অর্থে তারা ইসলামের শত্রু..।” রবিবার (১৪ আগষ্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন। বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গী বিরুধী কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন,নাইক্ষ্যংছড়ি ৩১, ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ারুল আযিম, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফ হোছাইন। প্রধান অতিথি আরও বলেন, জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খুবই কম। তাই জঙ্গীবাদ ও গুপ্তহত্যা প্রতিরোধে লাঠি-বাঁশি হাতে ওয়ার্ডে ওয়ার্ডে ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে। সন্ত্রাস-নাশকতা ও জঙ্গীবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। শান্তিপ্রিয় সাধারণ মানুষ যদি সতর্ক থাকে তাহলে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন থাকবে। তিনি এলাকায় বিভিন্ন স্থরের কর্মজীবী লোকদেরকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি করে পরিচয় কার্ড প্রদান করার জন্য প্রস্তাব দেন এবং অত্র এলাকায় কোন অপরিচিত কাউকে দেখলে পুলিশে খবর দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে অনুরোধ করেন। এ সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষী পদ দাস, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল বাবু, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ মোঃ আবুল খাইর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা কমল কান্তি পাল, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মোছা, বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, নাইক্ষ্যংছড়ি সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের নেতা খাইরুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদীন মামুন শিমুল,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জুহুরা বেগম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক উছাহ্লা চাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি চুচো মং মার্মা, সাধারণ সম্পাদক বদরুল্লাহ কবিরসহ ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাইশারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদ বর্গের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয় এবং নবনির্মিত ইউনিয়ন পরিষদের ফলক উম্মোচন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:) ও রহমানিয়া এতিমখানার পরিচালক মৌলানা মঞ্জুরুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৩ মে উপর চাক পাড়া বৌদ্ধ ভান্তে মংশৈউ চাক, ৩০ জুন আওয়ামীলীগ নেতা মংশৈলু মার্মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে এই বান্দরবানের দূর্ঘম জনপদ ও অর্থনৈতিক সম্মৃদ্ধ এলাকা বাইশারীতে।
পাঠকের মতামত