প্রকাশিত: ০৫/০৪/২০১৮ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৪ এএম

নিউজ ডেস্ক::
মাঝেমাঝে অলৌকিক কিছু ঘটনা ঘটে যায়।এটা তেমনি একটি ঘটনা। ঘরের সব মালামাল আগুনে পুড়ে ছাই শুধু অক্ষত রয়ে গেল পবিত্র আল কোরআন। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলায় মৃত ওজিয়ার রহমানের ছেলে নাজমুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ঘরের ভিতরের সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার ভাগবাহ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় এক ব্যক্তি জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সাকির্ট’র মাধ্যমে তালাবদ্ধ ঘরে আগুন ধরে যায়। বাড়িতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা কম্পিউটার, প্রজেক্টরসহ সব মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। ঘরের ভিতরের সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় আছে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন ।

ঘটনাটি জানতে পেরে পরবর্তীতে ঘটনাস্থল দেখতে আসেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ৪নং কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ৭নং ইউপি চেয়ারম্যান বাবু সুভাষ সেনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

এমন অলৌকিকত্ব দেখে এবং শুনে স্থানীয় লোকজন প্রথমে অবিশ্বাস্য মনে করলেও পরবর্তীতে সবাই চমকে গেছেন।লোকজন আলোচনা করছেন, পবিত্র আল কোরআন আল্লাহ স্বয়ং নিরাপদে রাখেন সেটার-ই প্রমাণ এটা।

পাঠকের মতামত

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...