প্রকাশিত: ১২/০১/২০১৭ ১০:২১ পিএম

র্বাতা পরিবেশক ::

ঢাকায় ১১ জানুয়ারি ২০১৭ বুধবার ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য মিলনায়তনে‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’-এর আনুষ্ঠানিক সমাপনী ঘটলো। ২০১৬ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে উপকূলের ২৬টি স্থানে মাঠ কর্মসূচি শেষে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী।ডেপুটিম্যানেজিং ডিরেক্ট  আবদুল আজিজ,মো.মুস্তাফা খায়ের সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপকূল থেকে আগত দুই পড়–য়া বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত তাসনিম ও নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অভি মজুমদার অনুষ্ঠান উপস্থাপনা করে।অনুষ্ঠানের সকল বক্তা এবং অংশ গ্রহন কারীরা খুদে উপস্থাপনায় মুগ্ধ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান মো.শাহাজাদা বসুনিয়া। গ্রীণ ব্যাংকিং ও সবুজ উপকূল বিষয়ে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুস্তফাখায়ের। সবুজউপকূল ২০১৬ কর্মসূচির তথ্য চিত্রতুলে ধরেন কমর্ সূচির কেন্দ্রীয় সমন্বয় কারী রফিকুল ইসলামমন্টু। অনুষ্ঠানে উপকূলের বিভিন্ন এলাকা থেকে সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির স্থানীয় সংগঠক, শিক্ষার্থী, অভিভাবক সহ ঢাকায় অস্থানরত ভলান্টিয়ারগণ যোগ দেন।  সবুজ উপকূল ২০১৬ কর্মসূচিতে সাফল্য অর্জন কারী টেকনাফ শাহ পরীর দ্বীপ হাজী বশির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান পরিচালনার সংগঠকের সচিব ও দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ সংবাদদাতা জসিম মাহমুদের হাতে সাফল্য স্মারক ক্রেস্ট তুলে দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। ২০১৬ সালের২০ অক্টোবর উপকূলের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেও প্রতি সবুজ সুরক্ষার আহবানের মধ্যে দিয়ে শেষ হয়েছে‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’-এর বর্ণাঢ্য অনুষ্ঠান মালা। গোটা উপকূল জুড়ে অনুষ্ঠিত ২৬টি স্কুল-ভিত্তিক কর্ম সূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে উপকূল অঞ্চলে সবুজ উপকূল কর্মসূচি শুরু হয়। ২০১৬ সালের কর্মসূচির মধ্যদিয়ে এই ব্যতিক্রমী  উদ্যোগ দ্বিতীয় বছর অতিক্রম করলো। –

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...