বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলা শাখা ও উখিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০১৬ অনুষ্টত হয়েছে। ৪ অাগস্ট বৃহ: বার উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অভিযান ও কর্মসূচী চলাকালিন উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শিবলি মোহমদ নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন, স্কাউটস কমিশনার লিয়াকত অালী, সহ সভাপতি অাবুল হোসেন সিরাজী, হারুনুর রশিদ, মোঃ কামাল উদ্দিন, কোষধক্ষ মোজাম্মেল হক অাজাদ ও সম্পাদক রূপন দেওয়ানজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউটস শিক্ষক, শিক্ষক ও স্কাউটস দলের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা।