উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৪/২০২৩ ১০:০৮ পিএম

পবিত্র শবে কদর উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মাহবুব আলম (৩০) নামে এক কসাইকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রামুর গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়।

আটক মাহবুব আলম উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা। তিনি পেশায় কসাই।

র‌্যাব-১৫ এর সিপিসি-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, পবিত্র শবে কদর উপলক্ষ্যে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত কসাই। তিনি বারবার স্থান পরিবর্তন করছিলেন। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে তিনি রামুর একটি গ্রহীন পাহাড়ে অবস্থান করছেন। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

আটকের পর জিজ্ঞাসাবাদে কসাই মাহবুব জানান , তিনি এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়াগুলো যখন মালিক ফেলে চলে যেতেন, তখন তিনি টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।

আটককৃত মাহবুব আলমের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...

সিইসির মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান এ এম এম নাসির উদ্দীন ১৯৬৮ সালে ...