ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ২:৫৯ পিএম

পৃথক তিন স্থানে অবস্থিত জমি ও ভবন বিক্রি করে মোট ১২৩ কোটি ৩৩ লাখ টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিক্রীত এ সমুদয় অর্থ দিয়ে বীমা দাবি পরিশোধ করবে কোম্পানিটি। ডিএসইর মাধ্যমে দ্বিতীয় দফায় এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

এর আগে গত বুধবার ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, রাজশাহীর বোয়ালিয়ার চাঁদপুর মৌজায় অবস্থিত ২২ দশমিক ৮৭ ডেসিমেল জমি ও তিনতলাবিশিষ্ট বেজমেন্টসহ ১৯ তলার একটি নির্মাণাধীন ভবন বিক্রি করে ১০৬ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এছাড়া বগুড়া সদরের থনটোনিয়া মৌজার ২৪ দশমিক ৮৭ ডেসিমেল জমি বিক্রি করে ১৫ কোটি ৫ লাখ টাকা এবং মুন্সীগঞ্জের জোরার দেওয়াল মৌজার ৩০ ডেসিমেল জমি বিক্রি করে ২ কোটি ২৮ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এরই মধ্যে তিন মৌজার এ জমি ও ভবন বিক্রির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সম্মতি পেয়েছে কোম্পানিটি।

ডিএসইতে গতকাল ফারইস্ট ইসলামী লাইফ শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৫ টাকা। সুত্র: বণিকবার্তা

পাঠকের মতামত