আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২৩ ৭:২৬ এএম

একটি সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু। গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর ওই হাসপাতালের প্রধানকে দিয়ে সেখানকার নোংরা টয়লেট পরিষ্কার করালেন এক সংসদ সদস্য (এমপি)। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিভ সেনার এমপি হেমান্ত পাটিল। সেখানে গিয়ে তিনি দেখতে পান হাসপাতালের একটি টয়লেট খুবই নোংরা অবস্থায় আছে। পরে সেই হাসপাতালের প্রধান শ্যামরাও ওয়াকোদেকে দিয়েই এটি পরিষ্কার করিয়েছেন তিনি।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ৪৮ ঘণ্টায় হাসপাতালটিতে ৩১ জনের মৃত্যু হয়। সেখানকার ৭১ রোগীর অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন ওয়াকোদে ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

এই হাসপাতালের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক্সে দেওয়া এক পোস্টে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার প্রচারণায় হাজার কোটি টাকা খরচ করে। কিন্তু শিশুদের ওষুধ কেনার টাকা নেই।

এ ঘটনা তদন্ত করারও দাবি জানিয়েছে কংগ্রেস।

অভিযোগ উঠেছে, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নেই। আর এসব জিনিসের অভাবের কারণে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।

এসব অভিযোগ গতকাল সোমবার অস্বীকার করেছেন হাসপাতালটির প্রধান ওয়াকোদে।

পাঠকের মতামত

মিয়ানমারে বিদ্রোহী জোটে ভাঙন, যুদ্ধ থামিয়ে জান্তার সঙ্গে হাত মেলাল দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী

মিয়ানমারে গৃহযুদ্ধ থামাতে চীনের কূটনৈতিক তৎপরতার ফল মিলল। বেইজিংয়ের মধ্যস্থতায় বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর ...

মার্কিন সহায়তা স্থগিত:থাই হাসপাতাল ছাড়ছে মিয়ানমারের শরণার্থীরা

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যেই ...

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধ, জানিয়ে দিল ইউএসএআইডি

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা ...

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...