প্রকাশিত: ২৯/০৭/২০১৬ ৬:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::

জুমার নামাজে সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের দক্ষিন বাউশিয়া জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা বেল্লাল হোসেনকে (২৫) পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মুসুল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

আটক মাওলানা বেলাল হোসেন হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের কালু তালুকদারের ছেলে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জাগো নিউজকে জানান, দক্ষিন বাউশিয়া জামে মসজিদের নিয়মিত ইমাম অসুস্থ থাকায় মাওলানা বেল্লাল হোসেনকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়। তিনি (বেল্লাল) নামাজের ইমামতি করেন।

জুমার নামাজে পর সরকার নির্ধারিত খুতবা পাঠ না করার অভিযোগ তুলে কয়েকজন মুসুল্লি তার সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। পরে তারা মাওলানা বেল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে ওই জামে মসজিদে জুমার নামাজে কোনো সমস্যা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...