প্রকাশিত: ১১/০৬/২০১৬ ৭:৪৩ পিএম

police_1ডেস্ক রিপোর্ট ::

দেশব্যাপী সাঁড়াশি অভিযানে শুক্রবার রাত হতে শনিবার পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩১৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার মোট ৩৭ জঙ্গির মধ্যে ২৭ জন জেএমবি, ৭ জন জেএমজেবি এবং বাকি ৩ জন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য।

জেএমবি সদস্যদের মধ্যে গাজীপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, শেরপুরে ১ জন, রাজশাহীতে ১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩ জন, সিরাজগঞ্জে ১ জন, বগুড়ায় ১১ জন, নড়াইলে ১ জন, দিনাজপুরে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন এবং আরএমপিতে গ্রেফতার ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ৭ জন জেএমজেবি এবং ডিএমপিতে অন্যান্য জঙ্গি সংগঠনের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গানপাউডার, ১৫টি ককটেল, ২১টি জেহাদি বই এবং ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

এছাড়া একই সময় ৭৫৭টি মোটরসাইকেলও আটক করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...