প্রকাশিত: ১১/০৯/২০১৮ ১০:০৪ পিএম

সংবাদদাতা,ঈদগাঁও।

দৈনিক পূর্বদেশ, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার (ঈদগাঁও) সেলিম উদ্দীনের পিতা, সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর প্রবীণ মুরব্বী মুহাম্মদ শফি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের পরামর্শক্রমে মঙলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গত ১ সপ্তাহ পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে কনসালটেন্ট মেডিসিন ডাঃ মুহাম্মদ ইউনুছের শরানাপন্ন হন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা শেষে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি ডাঃ ইউনুছের নিবিড় তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনায় সাংবাদিক সেলিমের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

পাঠকের মতামত