উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের জেলা প্রশাসক বলেছেন কক্সবাজারের সমাবেশ জানান দিয়েছে দেশের সাংস্কৃতিক কর্মীরা জঙ্গিবাদ রুখে দাঁড়াতে মাঠে নেমেছে। সাহিত্য সংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি করে দেশ প্রেমিক নতুন প্রজন্ম তৈরির মাধ্যমে জঙ্গিবাদ কে নিশ্চিহ্ন করতে হবে। গতকাল সকাল ১০টায় পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শিল্পকলা একাডেমী কক্সবাজারের আয়োজনে ‘গান ও কবিতার সমাবেশ’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন উপরোক্ত কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত গান ও কবিতার সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য এড. তাপস রক্ষিত, কবি আসিফ নুর, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। সমাবেশে শহরেরর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। এসময় শিল্পকলা একাডেমী আয়োজিত জঙ্গিবাদ বিরোধী চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে মান্যবর জেলা প্রশাসক সম্মাননা প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সৃজন সংগীত ভূবন, উদীচী শিল্পী গোষ্ঠী, গানবাজ সহ অনেকে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম, খেলাঘর সংগঠক রিদুয়ান আলী, ওয়াহিদ মুরাদ সুমন। সমাবেশ সঞ্চালনা করেন, জেলা কালচারালা অফিসার আয়াজ মাবুদ।সমাবেশ শেষে গান ও কবিতার অভিযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ...
পাঠকের মতামত