নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি সাখাওয়াত হোসেন খানের বাসায় যান। এসময় আইভীকে স্বাগত জানান সাখাওয়াত হোসেন খান।
এসময় সাখাওয়াত হোসেন খান সব ধরণের সহযোগিতা করবেন বলে আইভীকে আশ্বাস দেন। নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মুলে আইভীকে কাজ করার আহ্বান জানান সাখাওয়াত।
অন্যদিকে সাখাওয়াতের নির্বাচনী ইশতেহার অনুযায়ীও কাজ করবেন বলে জানান সেলিনা হায়াৎ আইভী।