প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:০৩ পিএম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী দ্বীপে সাগরে ভেসে আবু তালেব (৬) ও নাহিদা আক্তার (৮) নামে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে সাগরের চরে মাছ ধরার জন্য পাতা বিহিঙ্গি জালে আটকা পড়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর শিকার শিশু আবু তালেব ও নাহিদা আক্তার ধলঘাটা ইউনিয়নের সরইতলা এলাকার মোহাম্মদ উল্লাহ প্রকাশ মাদুর সন্তান। ধলঘাটা ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার আবদুল আজিজ এঘটনার কথা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানিয়েছেন, দ্বীপের ধলঘাটা ইউনিয়নের সরইতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ প্রকাশ মাদু আজ মঙ্গলবার দুপুরে তার দু ’শিশু সন্তান তালেব ও কন্যা নাহিদা কে নিয়ে সাগর তীরের হাঁসের চর নামক স্থানে জোয়ারের পানিতে ভেসে আসা লাকড়ি কুড়াতে যায়। বেশ কিছু লাকড়ী নিয়ে ওয়াদুদ মিয়া প্রকাশ মাদু ঘরে ফিরতে রওয়ানা দেয়।

গ্রামবাসী আতিকুর রহমান জানান, চরটি তখন সাগরের জোয়ারের পানিতে থৈ থৈ করছিল। লাকড়ি মাথায় নিয়ে পিতা ওয়াদুদ নিরাপদে জোয়ারে ভরা চর পাড়ি দিয়ে তীরে পৌঁছে পেছনে ফিরে দেখেন তার হতভাগ্যা শিশুদ্বয় নেই। তাৎক্ষণিক চরের বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওনা যায়নি। তবে পরে বিহিঙ্গি জালে আটকা পড়া অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...