চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার কেরানিহাট এলাইট হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম- ইসনান আলম (১৩)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকার বাসিন্দা বাহাদুর আলমের ছেলে। সে সাতকানিয়া উপজেলার কেরানিহাট ষ্টেশনের একটি গ্লাসের দোকানে কাজ করতো বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইসনান আলম রাস্তা পারা হওয়ার সময় তাকে একটি সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কা দেয়। এতে সে মহাসড়কে পড়ে যায়। অপরদিক থেকে আসা একটি বাস থাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) মাহাবুব বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সুরহতাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।