উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৩ এএম

জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় সাবেক হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের গানম্যান, রামু উপজেলা যুবলীগের কর্মী খালেকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, খালেকুজ্জামান খোকন হত্যাচেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডল পাড়ার শামসুল আলমের ছেলে।
সূত্র মতে, ধৃত কাজল এমপি কমলের দেহরক্ষী ছিল। পাশাপাশি কমলের বৈধ অস্ত্র বহন করতো। সে রামু উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিল।

তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তার পদ ছিল না।
সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক হুইপ কমলের সঙ্গে থেকে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্র চালায় এবং আন্দোলনবিরোধী সক্রিয় ভূমিকা পালন করে। সে রামুতে বিভিন্ন ছাত্রদের হুমকি ও মারধরেও লিপ্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

পাঠকের মতামত

টেকনাফের দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, সেনা অভিযানের দাবিতে স্মারকলিপি

ধারাবাহিক অপহরণের ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন কক্সবাজারের টেকনাফের বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দারা। এমন ...

সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহের উদ্যোগ, বর্জ্য থেকে হবে বিদ্যুৎ উৎপাদন

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য ...

কক্সবাজারে নিহত মেজর সিনহা হত্যা মামলা দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত সেনাবাহিনীর ...