উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৯:১৩ এএম

জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় সাবেক হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের গানম্যান, রামু উপজেলা যুবলীগের কর্মী খালেকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামুর সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মন্ডল পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, খালেকুজ্জামান খোকন হত্যাচেষ্টা, নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডল পাড়ার শামসুল আলমের ছেলে।
সূত্র মতে, ধৃত কাজল এমপি কমলের দেহরক্ষী ছিল। পাশাপাশি কমলের বৈধ অস্ত্র বহন করতো। সে রামু উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিল।

তবে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তার পদ ছিল না।
সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক হুইপ কমলের সঙ্গে থেকে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্র চালায় এবং আন্দোলনবিরোধী সক্রিয় ভূমিকা পালন করে। সে রামুতে বিভিন্ন ছাত্রদের হুমকি ও মারধরেও লিপ্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

পাঠকের মতামত

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...

সিইসির মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান এ এম এম নাসির উদ্দীন ১৯৬৮ সালে ...

যুগান্তরের প্রতিবেদন শঙ্কার মাঝেও কক্সবাজারে বাণিজ্য মেলার অনুমতি, প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা!

ডিসেম্বরে কোথাও বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয়নি। তবে কক্সবাজার জেলা প্রশাসন এবারও শিল্প ও বাণিজ্য ...