প্রকাশিত: ১৯/১২/২০১৬ ৭:৩৫ এএম

এক মাস তিন দিন পর উদ্ধার * ঢামেকের ওসিসিতে ভর্তি
সাভার থেকে অপহরণের এক মাস তিন দিন পর মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে তাকে উদ্ধার করে সাভার মডেল থানার এসআই সামছুল হক সুমন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন নির্যাতিত ওই ছাত্রীর বাবা।
পুলিশ জানায়, ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার ওই ছাত্রী তার মায়ের সঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ড দিলকুশা মার্কেটে দাঁতের ডাক্তার দেখাতে আসে। সেখান থেকে দুর্বৃত্তরা ওই মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, অপহরণের পর কক্সবাজার নিয়ে ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায় দুর্বৃত্তরা। সেখানে তাকে আটকে রাখা হয় এক মাস তিন দিন। পরে দুর্বৃত্তরা অন্য আরেকজনকে দিয়ে কক্সবাজার থেকে ওই ছাত্রীকে গাড়িতে করে সিংগাইর পাঠিয়ে দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
ওই ছাত্রীকে উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
অপহরণকারীদের গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা সামসুল হক সুমন রোববার রাতে যুগান্তরকে জানান, ঘটনার দিন ১৬ নভেম্বর ভিকটিম মাদ্রাসা ছাত্রী তার মায়ের সঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ড দিলকুশা মার্কেটে দাঁতের ডাক্তার দেখাতে গেলে ওবায়দুল্লাহ নামে এক যুবক তাদের অনুসরণ করে। মেয়েটির মা ডাক্তারের ফি দিতে চেম্বারে ঢোকার পরপরই ওই যুবক বাইরে অপেক্ষমাণ মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ছাত্রীকে। অপরাধীদের দলে একজন নারীসহ আরও দু-তিনজন রয়েছে বলে জানা গেছে। মোবাইল ট্র্যাকিং করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুত্র .যুগান্তর

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...