১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরিকল্পনা করছেন, ...
আজ গণহত্যা দিবসে সারা দেশে পালন করা হলো প্রতীকী ‘ব্ল্যাকআউট’। শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য নিভে যায় বাতি। এর মাধ্যমে কালরাতের বিভীষিকাকে স্মরণ করলো জাতি।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তবে কেপিআই এবং জরুরি স্থাপনা কর্মসূচির আওতামুক্ত ছিল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবসে রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না।
পাঠকের মতামত