প্রকাশিত: ১৫/০৬/২০১৬ ৯:৪২ পিএম , আপডেট: ১৫/০৬/২০১৬ ৯:৪২ পিএম

এস. এম. তারেক::

কক্সবাজার সদরের ইসলামাবাদের শাহ ফকির বাজারে ( প্রকাশ -তেঁতুলতলীতে)  গতকাল ১৪ জুন মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত এবং অপর ১ জন গুলিবিদ্ধ হয়েছে। নিহত ব্যক্তির নাম নুরুল আবছার (৩৫)। তিনি একজন সৌদি প্রবাসী এবং ভারুয়াখালী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নজির আহমদের পুত্র। ব্যক্তিগত জীবনে নুরুল আবছার দু’সন্তানের জনক। আহত যুবকের নাম আবদুল্লাহ আল আকাশ। তিনি শাহ ফকির বাজার পরিচালনা পরিষদ সভাপতি এবং পূর্ব শিয়া পাড়া গ্রামের মৃত নুর আহমদের পুত্র। কোমরে গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে নিহত নুরুল আবছার ঘটনার সময় ওষুধ কিনতে ওই বাজারের একটি ফার্মেসীতে যাওয়ার পথে তার গায়ে গুলি লাগে। সাথে সাথে তিনি মাটিতে ঢলে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও’র একটি ক্লিনিকে সেখানে অবস্থার অবনতি ঘটলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনায় জড়িতদের সাথে আহত আবদুল্লাহ আল আকাশ ও বাজার পরিচালনা কমিটির সহসভাপতি ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের মৃত বদর আমিন হেডম্যানের ছেলে ওবাইদুর রহমানের পূর্ব শত্রুতা ছিল। অর্থাৎ তারা কিছুদিন আগে সন্ত্রাসী ইদ্রিসের আঙ্গুল কেটে ফেলে। ওই ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা অনুমান করছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই এলাকার জনৈক আবুল হোছেন ও নুরুল হক মাঝির মধ্যে সংঘটিত ঘটনার সালিশ বৈঠক চলছিল। বৈঠকে ওবাইদু , স্থানীয় নতুন ইউপি সদস্য আবদু শুক্কুর এবং ইউপি সদস্য সাহাব উদ্দিন এবং গুলিবিদ্ধ আবদুল্লাহ আল আকাশসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টির মিমাংসার চেষ্টা চালাচ্ছিলেন। এসময় আচমকা কেউ কোন কিছু বুঝে উঠার আগে গায়ে কালো বোরকা এবং  মুখোশ পরে ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে বাসা থেকে ওষুধ কিনতে আসা নুরুল আবছার ও আবদুল্লাহ আল আকাশ গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্র এবং সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালেও জড়িত কাউকে আটক করতে পারেনি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘটিত ঘটনায় মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার এস. আই আবদুর রহিম। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া জড়িতদের ধরার জন্য জোর তৎপরতা চলছে বলে দাবী করেন।

পাঠকের মতামত

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...