নিজস্ব প্রতিবেদক :: ইয়াবার একটি বড় চালান টেকনাফ ইউপির আড়াই নম্বর ভাঙ্গা এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের গোপন সংবাদে অভিযান চারিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
এসময় রাজু শীল নামে এক পাচারকারীকে আটক করেছে। সে টেকনাফ উপজেলার ডেইল পাড়া গ্রামের মৃত অনন্ত কুমার শিলের পুত্র রাজু শিল (৪০)। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু রাসেল সিদ্দিকী জানান, মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে।
এসময় তিন জন লোক টহলদলের সামনে আসলে সন্দেহ হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারীরা তাদের পিঠের সাথে ঝুলানো পলিথিনের প্যাকেট ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাজু শিলকে আটক করতে সক্ষম হয়। অপর দুইজন আসামী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে টহলদল তাদের ফেলে যাওয়া উক্ত প্যাকেটগুলো খুলে গণনা করে ৬ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামীর স্বীকারোক্তিসমতে কুতুবদিয়ার আলী আগবার ডেইল এলাকার মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ আজিজ (২৫) ও টেকনাফ নাজির পাড়ার গুরা মিয়ার পুত্র মোঃ ইমাম হোসেন (২৩) কে পলাতক আসামী করে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে মামলা দায়ের করে এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আসামীসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।