প্রকাশিত: ১৫/০৬/২০১৬ ৯:৪৫ পিএম

DSC_0157~1প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের সাড়া জাগানো ব্যতিক্রমধর্মী অনলাইন নিউজপোর্টাল সিটিএন (কক্সবাজার টাইমস নেটওয়ার্ক) এর বর্ণাঢ্য ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সম্মানে করা এই ইফতার মাহফিলে কক্সবাজারের প্রবীণ-নবীনসহ অধিকাংশ সাংবাদিক অংশ নেন। ইফতার মাহফিল সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বুধবার হোটেল সিলভার সাইন হোটেলে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটিএন নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদের পরিচালনায় এবং সম্পাদক মন্ডলীর সভাপতি এজিপি এড. আবুল কামাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক মো. সরওয়ার আলম। আলোচনা সভায় ‘রমজানের শিক্ষা ও তাৎপর্য্য’ শীর্ষক প্রবন্ধ আলোচনা করেন আলিফ-লাম-মীম জামে মসজিদের খতিব মাওলানা রহমত সালাহ। তিনি রমজান সম্পর্কিত ধর্মীয় ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দীন বাহারী, দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক জিএম আশেক উল্লাহ, আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক আকতার চৌধুরী, দৈনিক আপনকণ্ঠ সম্পাদক রুহুল আমীন সিকদার।

বক্তারা বলেন, সিটিএন বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আলোড়ন তুলেছে। সেই সামাজিক নানা কর্মকা-ের মানবসেবায় অবদান রেখে যাচ্ছে। তাদের মহৎ কর্মকা- চিরজীবি হোক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, নূরুল ইসলাম হেলালী, কক্সবাজার ভিশন সম্পাদক ও প্রকাশক আনছার হোসেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম আর খোকন, এম আর মাহবুব, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোহনা টিভি জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, একুশে টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এসএম জাফর, ভোরের কাগজের জেলা প্রতিনিধি সৈয়দুল কাদের, দৈনিক সকালের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মহসিন শেখ, চ্যানেল ২৬ এর জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, দৈনিক বাঁকখালীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, আজাদ মনসুর, দ্য রিপোর্ট এর জেলা প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, কক্সবাজার একাত্তরের নির্বাহী সম্পাদক আমান উল্লাহ, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশীদ, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, সকালের কক্সবাজার এর সিনিয়র রিপোর্টার নূরুল আজিম নিহাদ প্রমুখ।

উল্লেখ্য, সিটিএন সংবাদ উপস্থাপনা ও নানা সামাজিক কর্মকা-ে সম্পৃক্ততার মাধ্যমে কক্সবাজারের সংবাদ জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এর কারণে লাখো মানুষের ভালোবাসায় সিটিএন এগিয়ে চলছে দুর্বার গতিতে।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...