উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ৭:২৮ এএম

সদ্য বিদায়ী কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাঈল বলেছেন, মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পেছনে বড় কারণ ছিল ইয়াবা। টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ইয়াবা বানিজ্য জেনে যাওয়ায় সিনহাকে হত্যা করা হয়। সিনহা টেকনাফে ডকুমেন্টারির কাজ করতে গিয়ে প্রদীপের অপরাধের বেশ কিছ তথ্য সংগ্রহ করেন। জেলা জজ বলেন, মাদক মামলা না থাকলেও কুতুপালং এর বখতিয়ার মেম্বারকে দুই থানার দুই ওসি ঘর থেকে তুলে নিয়ে যায়। পরেরদিন পাওয়া যায় বখতিয়ার মেম্বারের লাশ। শনিবার এক সংবর্ধনা সভায় এসব হত্যাকান্ডের বিচার করতে গিয়ে জেলা জজ ইসমাঈল তাঁর অভিজ্ঞতার কথা বলেন । শনিবার দুপুরে, কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে জেলা জজ মোঃ ইসমাঈল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কক্সবাজার থেকে ইয়াবা পাচার বন্ধ হলে ১০ হাজার মানুষ বেকার হয়ে যাবে মন্তব্য করে জেলা জজ ইসমাঈল বলেন, ইয়াবা মামলা জামিন করানোর নামে লাখ লাখ টাকা মিয়ে বসে থাকেন দালালরা, এরমধ্যে একশ্রেণীয় অসাধু আইনজীবীও রয়েছে মন্তব্য তাঁর।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার তাদের লোকদের জামিনে ছাড়িয়ে নিতে মোটা অংকের ফান্ড তৈরি করেন বলেও জানান জেলা জজ।

পাঠকের মতামত

উখিয়ার সোনার পাড়া হাটেই বিক্রি হচ্ছে ৮০ লাখ টাকার সুপারি, খুশি চাষিরা

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে সুপারির। ভালো দামও পাচ্ছেন চাষিরা। ...

রোহিঙ্গা ক্যাম্প মুখি নয়, কলেজ মুখি হতে হবে শিক্ষার্থীদের-শাহজাহান চৌধুরী

নিয়মিত ক্লাস পরীক্ষায় মেধা প্রস্ফুটিত হয়। উচ্চ শিক্ষায় অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে আগামীর সুন্দর ...

চেয়ারম্যান ও ৩ প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত : হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইউনিয়নেরে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ৩ জন অনুপস্থিত ...