মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০২২ ৯:৫৫ পিএম

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে কক্সবাজারের উখিয়ার রাজপথে শক্তি প্রদর্শন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কোট বাজারে বিক্ষোভ মিছিল বের করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি কোট বাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন৷ মিছিল শেষে কোট বাজার মধ্য স্টেশনে পথসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পথসভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বিএনপি-জামায়াতকে সর্তক করে বলেন, এই আগস্টে উখিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করবেন না৷ আগস্ট মাস শোকের মাস তাই চুপ করে আছি৷ তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি৷

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে উপজেলা আ’লীগের সভাপতিসহ ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতা ও সড়কে প্রতিকন্ধতা সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চেষ্টার অভিযোগে ৯৮ জনের ...

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড এবং দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ...

কক্সবাজারে বঙ্গবন্ধু একাডেমি স্থাপনে ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল

‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে দেওয়া ৭০০ একর ...

মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প পরিদর্শনে রামু ১০ পদাতিক ডিভিশন জিওসি

কক্সবাজার রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, ...