উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১০/২০২২ ৯:১৫ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা আবদুর রহমান আবছার (১৬) নামে স্থানীয় এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষিকে গুলি করেছে তারা।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে গিয়েছিলেন কিশোর আবদুর রহমান আবছার ও মোহাম্মদ শরীফ।

এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ দৌড় দিলে পেছন থেকে গুলি করে তারা।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২ বাংলাদেশিকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা।

সীমান্তে বিস্ফোরণের শব্দ নেই, আতঙ্ক আছে

নাইক্ষ?্যংছড়ি সীমান্তে কয়েক দিন ধরে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন সেখানের বাসিন্দারা। তবে সীমান্ত এলাকার মানুষ এখন আতঙ্কে ল্যান্ড মাইন নিয়ে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার সেনাবাহিনী ল্যান্ড মাইন পুঁতে রেখেছে বলে তারা আশঙ্কা করছেন।

মঙ্গলবার মো. কাদের (৫২) নামে এক রোহিঙ্গা নাগরিক গরু আনতে গিয়ে মিয়ানমারের ভিতরে মাইন বিস্ফোরণে আহত হন। তাকে চট্টগ্রাম মে?ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, আর কখনো পায়ে ভর করে দাঁড়াতে পারবে না কাদের। মুঠোফোনে সীমান্ত এলাকা জামছড়ির মো. রহমান, চাকঢালার মো. করিম, তুমব্রুর মো. সরোয়ার জানান, বৃহস্পতিবার থেকে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এতে স্বস্তি বোধ করছেন তারা।

পাঠকের মতামত

শিক্ষার্থীরাই বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে এগিয়ে নিয়ে যাবে : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার ...

প্রথম আলোর প্রতিবেদন পর্যটক নিয়ন্ত্রণে কমিটি, সেন্ট মার্টিনে যেতে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে ...