উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১০/২০২২ ৯:১৫ এএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা আবদুর রহমান আবছার (১৬) নামে স্থানীয় এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষিকে গুলি করেছে তারা।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে গিয়েছিলেন কিশোর আবদুর রহমান আবছার ও মোহাম্মদ শরীফ।

এ সময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী হামলা করে আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ দৌড় দিলে পেছন থেকে গুলি করে তারা।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২ বাংলাদেশিকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা।

সীমান্তে বিস্ফোরণের শব্দ নেই, আতঙ্ক আছে

নাইক্ষ?্যংছড়ি সীমান্তে কয়েক দিন ধরে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন সেখানের বাসিন্দারা। তবে সীমান্ত এলাকার মানুষ এখন আতঙ্কে ল্যান্ড মাইন নিয়ে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার সেনাবাহিনী ল্যান্ড মাইন পুঁতে রেখেছে বলে তারা আশঙ্কা করছেন।

মঙ্গলবার মো. কাদের (৫২) নামে এক রোহিঙ্গা নাগরিক গরু আনতে গিয়ে মিয়ানমারের ভিতরে মাইন বিস্ফোরণে আহত হন। তাকে চট্টগ্রাম মে?ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, আর কখনো পায়ে ভর করে দাঁড়াতে পারবে না কাদের। মুঠোফোনে সীমান্ত এলাকা জামছড়ির মো. রহমান, চাকঢালার মো. করিম, তুমব্রুর মো. সরোয়ার জানান, বৃহস্পতিবার থেকে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। এতে স্বস্তি বোধ করছেন তারা।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...