[caption id="attachment_6145" align="alignleft" width="655"] বিজিবি প্রধান[/caption]
ডেস্ক রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কোনো দেশি-বিদেশি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীকে অবস্থান করতে দেওয়া হবে না।
রোববার (৩১ জুলাই) পিলখানায় বিজিবি সদর দফতরে জাতীয় বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০১৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে শনিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের টেকনাফ শামলাপুর থেকে এক সৌদি নাগরিক ও রোহিঙ্গা সলি।ডারিটি অর্গানাইজেশন (আরএসও ) নেতা ও কক্সবাজার লিংক রোডের ইমাম মুসলিম (রা.) ইসলামী সেন্টারের পরিচালক হাফেজ ছালাহুল ইসলামসহ চার জনকে আটক করেছে বিজিবি।
শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি ও শামলাপুর নতুনপাড়া এলাকার মাওলানা ছৈয়দ করিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সৌদি নাগরিক আবু ছালেহ্ আল গাদ্দানি, শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি মকবুল আলীর পুত্র মাওলানা ছৈয়দ করিম ও টাঙ্গাইলের হাবলাবিল পাড়ার মৃত আবদুল হামিদের পুত্র মো. ইব্রাহিম।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে তারা রোহিঙ্গা শরনার্থীদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন। বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া তারা সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেখানে ত্রাণ বিতরণ করছিলেন।