প্রকাশিত: ২৩/১১/২০১৬ ২:৪৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭০ জন রোহিঙ্গা ও চার দালালকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর থেকে সকাল ৬টার মধ্যে তাদের আটক করা হয়।

জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধীমনখালি গ্রাম থেকে ৩৩ জন রোহিঙ্গাসহ সরওয়ার (১৯) নামের এক দালালকে আটক করা হয়। সে একই গ্রামের অলি আহমদের ছেলে।

একইদিন সকাল ৬টার দিকে একই ইউনিয়নের আব্দুর রহমান কাটা গ্রাম থেকে ২৯ জন রোহিঙ্গাসহ রফিক মৌলভী নামের অপর এক দালালকে আটক করা হয়। তিনি কুতুপালং শরনার্থী ক্যাম্পের নুর মোহম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই দালালসহ ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জাদিমুড়া গ্রাম থেকে চারজন রোহিঙ্গাসহ এক দালালকে আটক করা হয়। আটক দালাল একই গ্রামের আব্দুল মোনাফের ছেলে ওসমান গনি (৩২)।

একইদিন সকাল ৬টার দিকে লম্বরিপাড়া গ্রাম থেকে চার রোহিঙ্গাসহ শাহ আলম (২৭) নারের অপর এক দালালকে আটক করা হয়। তিনি একই গ্রামের আবুল শামার ছেলে শাহ আলম (২৭)।

টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...