কোনো সুন্দরী নারীকে দেখে বা দর্শনে পুরুষদের মনের ভেতরে যেন কেমন করে ওঠে!
তবে স্পেনের একদল গবেষকের দাবি, সুন্দরী নারীদের দেখলে পুরুষদের শুধু মনের নয়, শরীরেও নানা পরিবর্তন হয়। যার প্রভাবে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছন, সুন্দরী নারীরা পুরুষদের সামনে এলে পুরুষেরা খুব মানসিক চাপ অনুভব করে। এই মানসিক চাপ কখনো এতটাই বেড়ে যায় যে, তার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।
৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের ওপর দীর্ঘ ৯ বছরেরে গবেষণা চালানোর পর স্পেনের গবেষকরা এই সিদ্ধান্ত পৌঁছেছেন। তাদের দাবি, সুন্দরী নারীদের সান্নিধ্যে আসার ৫ মিনিটের মধ্যেই পুরুষদের শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই কোর্ট্রিসলের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
শুধু তাই নয়, এর সঙ্গে ডায়াবেটিস বা নানা রকম স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সুন্দরী নারীদের দেখলেই সতর্ক হয়ে যান। শরীর সুস্থ থাকলে এমন সুন্দরী দেখার সুযোগ আরো অনেক পাবেন।