আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ৮:৩৬ এএম

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনাই। রাজধানী নেপিদোর কারাগারে রোববার তাদের সাক্ষাৎ হয়েছে। খবর এএফপির।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) বৈঠক শুরু হয়েছে। মিয়ানমার এই জোটের অন্যতম সদস্য। বুধবার ছিল এই জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৈঠক শুরুর আগে এক সংবাদ সম্মেলনে সু চির সঙ্গে সাক্ষাতের তথ্য জানিয়ে প্রামোদউইনাই বলেন, আমরা একটি বৈঠক করেছি। তাঁর স্বাস্থ্যগত অবস্থা ভালো এবং বৈঠকটি চমৎকার ছিল। প্রমোদউইনাই প্রথম ব্যক্তি, যিনি অভ্যুত্থান-পরবর্তী কারাবন্দি সু চির সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন। কারাগারে বন্দি করার পর থেকে কেবল নিজেদের লোক ব্যতীত আর কাউকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি জান্তা। এমনকি যেসব আইনজীবী সু চির পক্ষে লড়ছেন তাদের সঙ্গেও নয়। আদালতের বাইরে ভিডিও কলের মাধ্যমে সুচির সঙ্গে কথাবার্তা বলতে পারতেন তারা।

বুধবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার সঙ্গে সাক্ষাতে সু চি বলেছেন, তিনি মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে সংলাপ শুরু করতে চান। আমি তাঁকে জানিয়েছি, এ ব্যাপারে থাইল্যান্ড এবং আসিয়ান জোটের দেশগুলো তাঁকে সহযোগিতা করতে আগ্রহী।

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...