উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১২/২০২৪ ৯:৩৯ এএম

সিভয়েস২৪::
শেখ হাসিনা সরকারের পতনের পর ‘বঞ্চিত’রা নানা উপায়ে চাকরিতে ফিরছেন। দুই বছর আগে ‘টক অব দ্য কান্ট্রি’ বনে যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকুরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের ফেরা নিয়েও চলছে গুঞ্জন। এরই মধ্যে প্রশাসনের আয়োজনে বেশ কয়েকটি আলোচনা ও মতবিনিময় সভায় উঠে আসে শরীফকে চাকরিচ্যুতের বিষয়টি। সবশেষ ২৩ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে শরীফের উদাহরণ টানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

‘প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে বন্দি’ উল্লেখ করে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় দুদকের শরীফকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে কথা বলেছেন রাসেল। তাঁকে পুনর্বহালে গড়িমসির জন্য‘লাল ফিতার দৌরাত্ম্য’কে দায়ী করে শিগগির ওই কর্মকর্তার পুনর্বহালে সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

nagad
nagad

এদিকে সমন্বয়কসহ বিভিন্ন মহলের চাকরি পুনর্বহালের সাথে একমত পোষণের বিষয়টিকে নিজের ‘সৌভাগ্য’ হিসেবে মনে করছেন শরীফ উদ্দিন। কৃতজ্ঞতা জানিয়েছেন সমন্বয়ক রাসেল আহমেদের প্রতি।

শরীফ বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম কিংবা মাদকাসক্তির অভিযোগ নেই। শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে সর্বপ্রথম আমি কথা বলেছি। আমি যে মামলা এবং তদন্তগুলো করেছি সেগুলো পরবর্তীতে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে ধরা পড়েছে। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর যখন বিপ্লবী সরকার এসেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে রোষানলে পড়া কর্মকর্তাদের ডিপার্টমেন্টে ফেরত নিয়ে গিয়েছে। কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি।’

KSRM
KSRM

তিনি বলেন, ‘চাকরি ফিরে পেতে আমি মাননীয় কমিশন বরাবর আবেদন করেছি। আমার আবেদন কী অবস্থায় আছে তা আমি জানি না। আমি সবার দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু আমাকে পুনর্বহাল করা হচ্ছে না। আমি এক হিসাবে হাল ছেড়ে দিয়েছি। অথচ সরকার পতনের পর আমাকেই সর্বপ্রথম পুনর্বহাল করা উচিৎ ছিল।’

সমন্বয়কদের অবস্থান প্রসঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, ‘সমন্বয়করা যে আমার পক্ষে বলছেন এটা আমার সৌভাগ্য। একই সঙ্গে বিষয়টা যে ওনারা আমলে নিয়েছেন সেজন্য আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ্। দেশের নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মীসহ সবার কাছে আমার আকুল আবেদন আমি হারানো চাকরিটা ফিরে পেলে দেশ-দশের কল্যাণে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবো, ইনশাল্লাহ্।’

শরীফকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সিভয়েস২৪’কে বলেন, ‘দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন বড় বড় রাঘব-বোয়ালদের দুর্নীতি জনসম্মুখে তুলে আনার কারণেই রাজনৈতিক হস্তক্ষেপে চাকরি হারিয়েছেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই এই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই দেশে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কারো চাকরি হারাবে না। শরীফ উদ্দিনের কাজের মাধ্যমে আমাদের মনে হয়েছে তিনি একজন দেশপ্রেমিক। তাই আমরা চাই পুনরায় তাকে চাকরিতে পুনর্বহাল করা হোক।’

শরীফ উদ্দিনের পুনর্বহালে ‘প্রশাসনে লাল ফিতার দৌরাত্ম্য’ দায়ী উল্লেখ করে রাসেল বলেন, ‘যেহেতু প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। আরও সমস্যা হচ্ছে আমাদের প্রশাসনের মধ্যে লাল ফিতার দৌরাত্ম্য (আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা বা দীর্ঘসূত্রতা) রয়েছে। সে জায়গা থেকে হয়তো এখনো কোনো অগ্রগতি হয়নি। আশা করি সরকার এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তাকে (শরীফ) তার পদস্থলে পুনরায় নিয়োগের জন্য কাজ করবে।’

পটপরিবর্তনের পর চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো শত শত কর্মকর্তাকে স্বপদে বহাল করার উদাহরণ টেনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী সিভয়েস২৪’কে বলেন, ‘শরীফের পুনর্বহাল না হওয়া নিয়ে অনেক প্রশ্ন আসে। এটা আসলেই দৃষ্টিকটু। বর্তমান সময় আদৌতে কি পরিবর্তন হয়েছে? শরীফের বিষয়টা (পুনর্বহাল) শুরুতেই হওয়া উচিৎ ছিল।’

চাকরি ফিরে পাওয়ার আবেদন ‘ঝুলছে’

শরীফ উদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে প্রায় তিন বছর উপসহকারী পরিচালক (ডিএডি) পদে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলের ‘রাঘব-বোয়ালদের’ বিরুদ্ধে চাঞ্চল্যকর একের পর এক অভিযানে দেশব্যাপী ব্যাপক প্রশংসা কুড়ান। অবশ্য ওই সময় তাকে নিয়ে কিছু সমালোচনাও ছিল বিভিন্ন মহলে।

তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। ২০২২ সালের ১৬ জুন শরীফকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর ওই বছরের ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরিচ্যুত করা হয়।

ওই বছরের ২৭ ফেব্রুয়ারি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন তিনি। তবে তাঁর আবেদন কমিশনের কাছে বিবেচিত হয়নি। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে চাকরি করছেন শরীফ।

সবশেষ চলতি বছরের ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে দুদক সচিবের কাছে আবেদন করেছেন। তবে, চার মাসেও আবেদনের কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁর

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...

রামুতে দেশ বিরোধী চক্রান্ত প্রতিহত ও অশ্লীলতা নিষিদ্ধের দাবি

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে আভ্যন্তরীণ ও ভিনদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ, বিজয় উৎসবের নামে অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং সাদপন্থী ...