প্রকাশিত: ০১/০৭/২০১৬ ৯:১৫ এএম

jaqulin-jugantor_17933_1467281747বলিউডে এখন একের পর এক মুক্তি পাচ্ছে সেক্স কমেডিয়ান সিনেমা। এসব সিনেমায় একচ্ছত্র আধিপত্য বলতে গেলে সাবেক পর্ন স্টার সানি লিওনের।

পরিচালকরা দিনে দিনে সেক্স কমেডিয়ান সিনেমার দিকে ঝুঁকছেন। ‘মাস্তিজাদে’ ‘ক্যায়া কুল হে হাম থ্রি’ ‘গ্রেট গ্রান্ডি মাস্তি’ সিনেমা তারই উদাহরণ।

এসব সিনেমা বলিউডের বাজার দখলে নিয়ে নিচ্ছে। তাই ভালো সিনেমার নায়িকারাও এখন এসব সিনেমার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এসব সিনেমায় কাজ করতে অসুবিধে নেই বলে জানিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

লংকান সুন্দরী বলেছেন, সেক্স কমেডি করতে আমার কোনো আপত্তি নেই। তবে ছবিটা কীভাবে বানানো হচ্ছে এবং কে বানাচ্ছে, সেটা খুব জরুরি আমার কাছে। এখন বলিউডের ছবি সারা দুনিয়ায় যথেষ্ট পরিচিতি পাচ্ছে। সুতরাং অভিনেতা-অভিনেত্রীদেরও সেই অনুযায়ী কাজ করা উচিত। তাই আমিও সব ধরনের জঁরেই কাজ করতে চাই।

ইতিমধ্যে হলিউডেও কাজ করে ফেলেছেন নায়িকা। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘ঢিশুম’।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...