নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও তারা জড়িত। এখন আবারও তারা ষড়যন্ত্র শুরু করেছে। দেশে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।’
শুক্রবার (২৩ জুন) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্টমার্টিন দখলচেষ্টার অভিযোগ এনে কাদের মির্জা বলেন, ‘আমেরিকা কী চায়? তারা সেন্টমার্টিন চায়। সেন্টমার্টিনে কী আছে জানেন? সেখানে জিনিস আছে। পারমাণবিক বোমা বানানোর সব জিনিস সেখানে আছে। তাই সেখানে তাদের চোখ পড়েছে। সেটা লিজ চায় তারা। আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছেন, শির যাবে তবু সীমানা দেবো না। বিএনপি যুক্তরাষ্ট্রকে বলেছে, তারা ক্ষমতায় গেলে সেন্টমার্টিন ছেড়ে দেবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুকন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি তথা এ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুছ প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার টানা তিনবারসহ চারবারের মেয়র। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় ‘সত্য বচনের’ নাম করে নানা মন্তব্য করে সারা দেশে আলোচনায় আসেন। বিগত সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন।
গত ৭ জুন কাদের মির্জা বলেছিলেন, ‘বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় যুক্তরাষ্ট্র। তারা সেন্টমার্টিন দ্বীপকে ঘাঁটি বানাতে চায়। সেখান থেকে তারা চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়।’
পাঠকের মতামত