প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৭:১৩ এএম

mail-google-comসংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্রলীগ সেন্টমার্টিন ইউনিয়ন শাখার ছাত্রলীগের নব গঠিত পূর্নাঙ্গ কমিটির সকল সদস্যদের পরিচিতি সভা ও ২০১৬ সালের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ  সকল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সেন্টমার্টিন বাজারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জনাব জাবেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মুজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ, বিশেষ অতিথি সেন্টমার্টিন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উসমান সিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ। বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিমুল মাহমুদ, সেন্টমার্টিন ছাত্রলীগের সাবেক সভাপতি খুরশেদ আলম,সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব, উপ-প্রচার সম্পাদক সোহেল সিকদার, উপ-সমাজসেবা সম্পাদক আনিসুর রহমান রাসেল, সেন্টমার্টিন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদ, নোমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ উসমান গনি, সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন প্রমূখ। সভায় ২০১৬ সালের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং সেন্টমার্টিন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের নাম ঘোষনা করে পরিচয় করে দেওয়া হয়।

পাঠকের মতামত