প্রকাশিত: ১১/১০/২০১৬ ৯:৩১ পিএম

টেকনাফ প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পর্যটক। আজ মঙ্গলবার সকালে টেকনাফ থেকে কোন পর্যটকবাহী জাহাজ চলাচল না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে কোন দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সর্তক রয়েছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সফিউল আলম জানান, টেকনাফ উপকূলে ৩ নম্বর কর্তক সংকেত জারি রয়েছে। বুধবারও একই অবস্থা বিরাজ থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা ফিরে আসতে পারবেন।

তিনি আশা ব্যক্ত করে বলেন, আটকা পড়া পর্যটকরা বৃহস্পতিবার ফিরে আসতে পারবে।

এদিকে সেন্টমাটিনের “ব্লু মেরিন” হোটেলে অবস্থান করা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা সায়েম মিয়া ও “সীমানা পেরিয়ে” রির্সোটে আবস্থান নেওয়া উত্তরা এলাকার বাসিন্দা রিদোয়ান জানান, গত সোমবার তারা পরিবার নিয়ে সেন্টমার্টিন পৌঁছান। মঙ্গলবার ফিরে যাওয়ার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাই উৎকণ্ঠায় রয়েছে বলেও জানান তারা।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, তিনি টেকনাফ অবস্থান করলেও স্থানীয় মেম্বারদের মাধ্যমে সেন্ট মার্টিনের বিভিন্ন হোটেলে অবস্থান পর্যটকদের খোঁজ খবর নিয়েছেন। সেখানে সবাই সুস্থ এবং ভালো রয়েছেন।

এ ব্যাপারে কোষ্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার জানিয়েছেন, গতকাল সোমবার ৩টি পর্যটন জাহাজ সেন্টমার্টিন যাতায়াত করেছে। ৩ নম্বর সর্তক সংকেত বলবৎ থাকায় আজ মঙ্গলবার কোন জাহাজ সেন্টমার্টিন পৌঁছেনি। যার ফলে কিছু পর্যটক ফিরে যেতে পারেনি যথাসময়ে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...