কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী “ইসলামী যুব কাফেলা’র” উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ঘটিকা থেকে মাগরিব পর্যন্ত উপজেলার হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নের কুতুবাবাদ (হাতির ঘোনা) বায়তুশ শরফ জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে তাফসীর ময়দান মাঠে অনুষ্ঠিত হবে।
“তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন ত্বহা জিন নূরাইন ফাউন্ডেশন ঢাকা’র চেয়ারম্যান আবু ত্বহা মুহাম্মদ আদনান।
প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তাফসীর পেশ করবেন উপজেলার রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল ও উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল ২৪, এনটিভি’র আলোচক মাওলানা মোয়াজ্জম হোছাইন। এছাড়াও উক্ত তাফসির ময়দানে আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে ১ম অধিবেশনে সভাপতিত্ব করবেন কোটবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফজুলুল করিম (সও) এবং ২য় অধিবেশন সভাপতিত্ব করবেন রত্নপালং ইউপির সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী।
এছাড়াও এতে দেশ-বরেণ্য উলামায়ে কেরাম তাফসির পেশ রাখবেন। এতে মাহফিলে উপস্থিত থেকে সফল করার জন্য আহবান জানিয়েছেন ইসলামী যুব কাফেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দরা
পাঠকের মতামত