প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ১০:১৫ পিএম

নিউজ ডেস্ক:

সৌদি আরবে কবির হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।নিহতের পরিবারের দাবি, মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে কথাকাথাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে কবির হোসেনকে সরাসরি গুলি করে হত্যা করে। তার লাশ মাহাইলের একটি হাসপাতালে এখনও পড়ে আছে।

গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত কবির হোসেনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী এলাকায়।

কবির হোসেনের ছোট ভাই আবদুল গফুর জানান, সৌদি আরব থেকে পেকুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ার মো. বাবুল ফোন করে তাদের জানিয়েছেন, কবির হোসেন সৌদি আরবের আবাহা মাহাইল এলাকায় নির্মাণে শ্রমিকের কাজ করতো। সেখানে নির্মাণাধীন ভবনের মালিকের সঙ্গে পারিশ্রমিকের পাওনা নিয়ে তার কথাকাথাটি হয়। এক পর্যায়ে ওই সৌদি নাগরিক কোমর থেকে পিস্তল বের করে তাকে সরাসরি গুলি করে হত্যা করে।

কবির হোসেনের স্ত্রী ছেনোয়ারা বেগম জানান, তার স্বামীকে যে ভবনে হত্যা করা হয়েছে, সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না। তার স্বামীর হত্যাকাণ্ডের বিষয়ে এ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। এমনকি লাশও ফেরত দিচ্ছে না।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...