ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ৯:৫৭ এএম

সৌদি আরবের জেদ্দা নগরীর ওসমান বিন আফফান মসজিদে ১ হাজার ২০০ বছরের আগের পুরোনো স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি সৌদি আরবের ঐতিহাসিক প্রকল্প বিভাগ (জেএইচডিপি) জেদ্দার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করার প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই ওসমান বিন আফফান নিদর্শনগুলো খুঁজে পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মাটির তৈরি টাইলস, প্লাস্টার ও ঐতিহ্যবাহী টাইলস। মসজিদটির মেঝেতে এসব ব্যবহার করা হয়েছিল। মসজিদটির নিচে পাওয়া গেছে প্রাচীন আমলের একটি পানির ট্যাংক, যা প্রায় ৮০০ বছরের পুরোনো। এ ছাড়া মসজিদটির ভেতরে কয়েক শ বছরের পুরোনো চীনামাটির বাসন ও পানির পাত্রও পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পানির সমস্যা সমাধানে জেদ্দার মানুষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতেন সেটি বেরিয়ে এসেছে এই প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বেশ কয়েকবার সংস্কার চালানো হয়েছে এই মসজিদে। সর্বশেষ সংস্কার চালানো হয়েছে বিশ শতকে। তখন সংস্কার করা হলেও মসজিদটির মিহরাবে ও নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। ফলে বর্তমানে মসজিদের যে ডিজাইন দেখা যায়, তা বিশ শতক ধরে একই অবস্থায় রয়েছে।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...